সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৪ ও ৫ই অক্টোবর, বাকুলদা ইউনিটের মার্গীদের আন্তরিক উদ্যোগে মেদিনীপুর ডায়োসিসের ২৪ঘণ্টা ব্যাপী অখণ্ড বাবা নাম কেবলম নাম সংকীর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন হল৷ মেদিনীপুর, ঘাটাল, নন্দীগ্রাম, কাঁথি, ময়না, কোলাঘাট প্রভৃতি এলাকা থেকে মার্গী ভাই-বোনেরা প্রাণভরা আকুতি নিয়ে কীর্ত্তন মণ্ডপে উপস্থিত হয়েছিলেন৷ ভক্তিরস ও কীর্ত্তন মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷ আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, আচার্য সুবোধানন্দ অবধূত ও অবধূতিকা প্রীতিসুধা আচার্যা প্রমুখ বিশিষ্ট জনেরা সারাক্ষণ উপস্থিত ও সর্বপ্রকার সহযোগিতা করে আমাদের ধন্য করেছেন৷