বাম আমলের প্রতিহিংসার রাজনীতি রাজ্যে ফিরে আসছে

সংবাদদাতা
নিজস্ব প্রতিনিধি
সময়

২০১১ সালে মুখ্যমন্ত্রীর স্লোগান ছিল ‘বদলা নয়, বদল চাই’৷ শাসক দলের রং বদলেছে কিন্তু ১২ বছরে রাজনীতির চরিত্র বদলায়নি৷ বগটুই এরপর আবার জয়নগর৷ গত ১৩ই নভেম্বর খুন পাল্টা খুন, গ্রামে আক্রমণ, অগ্ণি সংযোগ জয়নগর থানার কিছু এলাকায় বগটুই-এর স্মৃতি ফিরিয়ে এনেছিল৷

মুখ্যমন্ত্রীর বদলা নয় বদল চাই স্লোগানে সাড়া দিয়ে বাম আমলের বহু হার্র্মদ ঝান্ডা বদল করে তৃণমূলে ঢুকেছে৷ কিন্তু স্বভাব বদল করেনি৷ বাম আমলের অপরাধীদের কোন বিচারও হয়নি, বগটুই থেকে জয়নগর বাম আমলের আতঙ্কিত দিনগুলি কী ফিরে আসছে?

 রাজ্যে রাজনৈতিক খুনের পাশাপাশি নানা ধরণের অসামাজিক কাজ বৃদ্ধি পাচ্ছে৷ বিশিষ্ট প্রাউটিষ্ট নেতা শ্রী হরনাথ মাহাত এই প্রসঙ্গে বলেন---যুব সমাজের মধ্যে আধ্যাত্মিক চেতনার অভাব ও আর্থিক বৈষম্যের সুযোগ কাজে লাগিয়ে চতুর ক্ষমতালোভী রাজনৈতিক নেতারা যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে৷ একদিকে বেকারত্বের জ্বালা ও মুষ্টিমেয় কিছু মানুষের বৈভব সমাজে যেমন আর্থিক বৈষম্য সৃষ্টি করছে তেমনি সামাজিক ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে, হতাশ ছাত্র যুব সমাজকে উশৃঙ্খল করে তুলছে৷ শ্রী মাহাত বলেন হিংসা প্রতিহিংসার ঘটনায় অপরাধীর সাজা হওয়া অবশ্যই দরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য৷ কিন্তু তাতে সমাজ রোগমুক্ত হবে না৷ সমাজকে রোগমুক্ত করতে হলে অপরাধের উৎসস্থলে  আঘাত হানতে হবে৷ কেন্দ্রিত অর্থনৈতিক কাঠামোর খল-নলচে পাল্টে-প্রাউটের বিকেন্দ্রিত পথে অর্থনৈতিক পরিকাঠামো গড়ে প্রতিটি মানুষের কর্মসংস্থান করতে হবে ও প্রত্যেকের হাতে ক্রয়ক্ষমতা দিতে হবে৷ পাশাপাশি মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগাতে হবে যাতে মানুষ ডগমা ও কুসংস্কারের গণ্ডি ভেঙে প্রকৃত মানবধর্মের অনুশীলন করতে পারে৷ তবেই আদর্শ মানব সমাজ ঘটন সম্ভব হবে৷