বাংলা ভাষা মঞ্চের রবীন্দ্র জয়ন্তী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা,গত ৯ই মে সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের বারাসাত আঞ্চলিক কমিটির উদ্যোগে, উঃ২৪পরগণার বারাসাত,হরিতলার  এবিপিটিএ হলে পালিত হল কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তী৷ রবীন্দ্র জন্মদিনের অপরাহ্ণজুড়ে গানে কবিতায় আলোচনায় অংশ নেন সাহিত্যিক কপিলকৃষ্ণ ঠাকুর ও বাংলাভাষা মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক, সমাজ-ভাষা-গবেষক নীতীশ বিশ্বাস৷ সভাপতিত্ব করেন প্রবীন সাহিত্যিক রাখাল রাজ চট্টোপাধ্যায়৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ডাঃ দুলালকৃষ্ণ দাস ও অসিত চক্রবর্তী৷

সাহিত্যিক কপিলকৃষ্ণ ঠাকুর বলেন---‘‘কোন রবীন্দ্রনাথকে আমরা চাই তা ভাবতে হবে৷ আমরা চাই জাতীয়তা বাদের দূষণমুক্ত মানবিক জাতীয়তাবাদী রবীন্দ্রনাথকে৷ সাধন পুরকায়স্থ শ্রীভূমির সৌন্দর্ষ মুগ্দ ও নির্বাসিত ভুখণ্ডের বেদনায় ব্যথিত রবীন্দ্রনাথের কথা বলেন৷ যিনি অনায়াসে নাইট ত্যাগ করেন, বিশ্বভারতী গড়ে তোলেন, সেই বিশ্বনাগরিক রবীন্দ্র চিত্র অঙ্কন করেন শ্রী পুরকায়স্থ তার ভাষণে৷ নীতিশ বিশ্বাস ভারততীর্থ কবিতার পংতি তুলে বলেন, ‘‘রবীন্দ্রনাথের ভারতবর্ষ, গোরার ভারতবর্ষ, নিখিলেশের ভারতবর্ষ আমাদের চাই৷ চাই রবীন্দ্র চেতনার বহু ভাসা বহু সংস্কৃতির মহান ভারত৷ যেখানে নানা পথ ও নানা মত এক দেহে হয় লীন৷ এছাড়া আলোচনায় অংশ নেন শ্রীরঞ্জিত দত্ত, অসিত চক্রবর্তী, কমল গোস্বামী, ডাঃ দুলাল কৃষ্ণ দাস, উৎপল মুখার্জী ও ডাঃ টিকেন সরকার৷ কবিতা ও গানে অংশ নেন স্মৃতি কণা রায়, কৌশিক ব্যানার্জী, সুপর্ণা পাল, শুভ্রা পাল, শ্যামল বেপারি, মিলু গোস্বামী, বিভূতি বিশ্বাস, ডঃ অমৃতলাল বিশ্বাস ও সুনীল মণ্ডল৷