বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন চিন উড়ে গেলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস৷ ২০২৪ আগষ্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই বঙ্গবন্ধ মুজিবর রহমান সহ ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সব স্মৃতি ধবংস করা শুরু হয়৷ বঙ্গবন্ধুর ধানমাণ্ডির বাড়িও ভাঙচুর করা হয়৷
৭১-এর ইতিহাস মুছে ফেলার চেষ্টাকে একই সুরে নিন্দা করেছে আওয়ামি লিগ ও বাংলাদেশ জাতীয় দল (বি.এন.পি)৷ সেখ হাসিনা অন্তবর্তী সরকারকে হায়নার সঙ্গে তুলনা করে বলেন ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মুছতে চাইছে৷ তবে এই কাজ যারা করছে তারা কোনদিন সফল হবে না৷
খালেদা জিয়ার বি.এন.পি দলও জানায় ৭১-এর ইতিহাস ভুলিয়ে দেবার চেষ্টায় লিপ্ত কিছু মানুষ৷ বি.এন.পি এই কাজ কোনভাবেই মানবে না৷ বি.এন.পি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিছু ব্যষ্টি গোষ্ঠী দেখাতে চাইছে ৭১-এ বাংলাদেশে কিছু ঘটেইনি৷ যারা সে সময় গণহত্যার সামিল ছিল তারাই আজ বেশী সুর চড়াচ্ছে৷ মুক্তি যুদ্ধের সময় গণহত্যায় জড়িত ঘাতকরাই ইতিহাস বিকৃত করতে চাইছে৷ তিনি দেশের ইতিহাস সংরক্ষণ ও নব প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার ডাক দেন৷ আগামী বছর জুনের মধ্যে দেশে সাধারণ নির্বাচন হবে বলে আশ্বাস দেন ইউনুস চিন যাওয়ার আগে৷