আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়া,বাংলা সঙ্গীতকে বিকৃত না করা,ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট মান্যতা দিয়ে সর্বস্তরে বাংলা ভাষা চালু করা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার মাধ্যমে পঠন-পাঠন ও পরীক্ষা গ্রহণের ব্যবস্থা কথা,রাজ্য ও কেন্দ্রীয় সরকারী ও বেসরকারী নিয়োগ সংক্রান্ত পরীক্ষা বাংলা ভাষায়ও করা প্রভৃতি বিভিন্ন দাবীতে আমরা বাঙালীর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক স্মারকলিপি দেওয়া হয়৷ স্মারকলিপি পেশে নেতৃত্ব দেন রণজিৎ ঘোষ৷
ত্রিপুরা ঃ উঃ ত্রিপুরায় অসম সীমান্তে চড়ৈবাড়িতে বাহান্নের ভাষা শহীদ স্মরণে আমরা বাঙালী সংঘটনের পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ৷ এরপর ভাষা শহীদদের স্মরণ করে বক্তব্য রাখেন গোপালকৃষ্ণ দেব, কেশব মজুমদার, তপন দেবনাথ, বিভাস দাস, সত্যরঞ্জন দাস, অভিজিৎ দেব প্রমুখ৷ সভাপতি ছিলেন শ্রী দীপক বড়ুয়া৷