বাংলাদেশ সংবাদ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

 মার্গীয় বিধিতে গৃহপ্রবেশঃ

রংপুর জেলার শঠিবাড়ির বিশিষ্ঠ আনন্দমার্গী শ্রী ঋষিকেশ সরকারেক নবনির্মিত বাসভবনে মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয় গত ২১শে জুন৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন আচার্য শুভদীপানন্দ অবধূত, আচার্য সুপ্রভানন্দ অবধূত, আর.এস.এল অবধূতিকা আনন্দনিত্যনবীনা আচার্যা, অবধূতিকা আনন্দ মধুকল্পা আচার্যা ও অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা সহ স্থানীয় মার্গী ভাই বোনেরা৷

অপরাহ্ণে তিন ঘন্টা ‘াা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য শুভদীপানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷

সেমিনার ঃ

গত ২২-২৪ রংপুর জেলার শঠিবাড়িতে তিনদিনের সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারের আলোচ্য বিষয় ছিল---ভাগবত ধর্ম, সাফল্যলাভের মূলীভূত কারণ, মাইক্রোবাইটাম ও মানবদেহে ও মনে তার প্রভাব ও দ্বন্দ্বাত্মক ভৌতিকতাবাদ ও গণতন্ত্র৷ প্রশিক্ষক ছিলেন আচার্য সুপ্রভানন্দ অবধূত, আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷ শতাধিক মার্গী ভাইবোন উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঋষিকেশ সরকার ও অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা৷  গত ২৯শে ও ৩০ জুন বগুড়া জেলার মহিষবাথান আনন্দমার্গ আশ্রমে সেমিনার অনুষ্ঠিত হয়৷ এখানে প্রশিক্ষক ছিলেন  আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত,আচার্য সুপ্রভানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷ উক্ত সেমিনারে ৯০ জন মার্গী ভাইবোন সেমিনারে উপস্থিত ছিলেন৷ সেমিনারের আয়োজক ছিলেন অবধূতিকা আনন্দপ্রেরণা আচার্যা ও ভুক্তিপ্রধান সমীর বসাক৷