বাংলাদেশে আনন্দমার্গের বহুমুখী জনকল্যাণ কাজ চলছে৷ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় আনন্দমার্গের আশ্রমে, স্কুল ও অনাথ ও অসহায় শিশুদের শিক্ষা-দীক্ষা ও পালন পালনের জন্যে শিশুসদন রয়েছে৷
বাংলাদেশের রংপুর ডায়োসিসের অন্তর্গত পঞ্চগড় জেলার বাকপুরে আনন্দমার্গের আশ্রম ও স্কুল রয়েছে৷ (ঠাকুর গাঁও জেলার অন্তর্গত পীরগঞ্জ থানার চাঁদপুরে আনন্দমার্গে-মহিলা কল্যাণ বিভাগের পরিচালনায় আনন্দমার্গের আশ্রম স্কুল ও শিশুসদন রয়েছে৷
দিনাজপুরের বীরগঞ্জে (চাকাই) আনন্দমার্গের আশ্রম ও স্কুল আছে ৷ (রংপুর জেলার সাধবাড়ীতে আনন্দমার্গের আশ্রম ও মহিলা শাখা পরিচালিত স্কুল রয়েছে৷ রংপুর সদরেও আনন্দমার্গের আশ্রম রয়েছে৷
নওগাঁ জেলার সাদিশপুরে আনন্দমার্গের আশ্রম, স্কুল ও শিশুসদন রয়েছে৷ বগুড়া জেলার মহিষবাথানে ও আনন্দমার্গের আশ্রম, স্কুল ও শিশুসদন (মহিলা পরিচালিত) রয়েছে৷
গোপালগঞ্জ জেলার রামলীলা (কোটালিপাড়া থানা) আনন্দমার্গের মহিলা বিভাগ পরিচালিত স্কুল ও শিশুসদন ও আশ্রম রয়েছে৷
বরিশাল জেলার (আগৈলঝাড়া থানা) ডুমুড়িয়াতে আনন্দমার্গের আশ্রম ও শিশুসদন রয়েছে৷
সাতক্ষিরা জেলার (তালা থানা) মাগুরাতেও আনন্দমার্গের আশ্রমও স্কুল রয়েছে৷
চট্টগ্রাম জেলার গোয়ালগাঁওতে (থানাওয়ারা থানা) আনন্দমার্গের আশ্রম ও স্কুল আছে৷
বাংলাদেশে বর্তমানে আনন্দমার্গের বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম পরিচালনার দায়িত্বে আনন্দমার্গের যে সব সন্ন্যাসী ও সন্ন্যাসিনী রয়েছেন তাদের মধ্যে রয়েছেন ---আচার্য নবোন্মেষানন্দ অবধূত (রিজিওন্যাল সেক্রেটারী), আচার্য মন্ত্রশুদ্ধানন্দ অবধূত (রংপুর, ডি.এস), বিশ্ববিজয়ানন্দ অবধূত (রাজশাহী ডি.এস) আচার্য গোপেন্দ্রানন্দ অবধূত (ঢাকা ডি.এস), আচার্য হরিপ্রেমানন্দ অবধূত (চট্টগ্রাম.ডি.এস)৷ এছাড়াও মার্গের প্রচারের দায়িত্বে রয়েছেন আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত, আচার্য জপানন্দ অবধূত প্রমুখ৷
এছাড়া আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের পক্ষ থেকে আছেন অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা, (আনন্দমার্গের মহিলা বিভাগের রিজিওন্যাল সেক্রেটারী),অবধূতিকা আনন্দ মধুকল্পা আচার্যা (ডি.এস এল) ---রংপুর) অবধূতিকা আনন্দ মধুমালিকা আচার্যা (ডিট. এস এল -রংপুর), অবধূতিকা আনন্দপ্রেরণা আচার্যা, ডি.এস এল --- রাজশাহী, অবধূতিকা আনন্দ শুভধ্যানা (ডিট. এস এল, ঢাকা ও খুলনা) প্রমুখ৷