গত ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস৷ প্রতিবছর এই দিনটি বাংলাদেশের মানুষ স্বাড়ম্বরে পালন করে৷ কিন্তু এ বছর বাংলাদেশের হাসিনা সরকারের বিদায়ের পর ইউনুসের তত্ত্বাবধানে পরিচালিত সরকার সেই স্বাধীনতা দিবসকে ভুলিয়ে দিতে চাইছে৷ এই দিন মহম্মদ ইউনুস কোন সরকারী অনুষ্ঠানের আয়োজন না করে চীনের উদ্দেশ্যে উড়ে গেছে৷ যাবার আগে বাংলাদেশের মানুষকে আশ্বাস দিয়ে গেছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হবে৷
মহম্মদ ইউনুসের বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতাকে অস্বীকার করার অপচেষ্টাকে একই সুরে প্রতিবাদ করেছে আওয়ামী লীগ ও তাদের চির প্রতিদ্বন্ধী বি.এন.পি দল৷ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে পাকিস্তানী মদতপুষ্ট হানাদাররা বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের বহু তথ্য ও নথি ধবংস করে দিয়েছে৷ তারা ধানমুণ্ডিতে বঙ্গ বন্ধুর বাড়িও ভাঙচুর করেছে৷ শেখ হাসিনা ইউনুসের ভূমিকার তীব্র প্রতিবাদ করে তাঁকে হায়নার সঙ্গে তুলনা করে বলেন এরাই ছিল একাত্তরের পরাজিত শক্তি৷ একই সুরে প্রতিবাদ করেছে বাংলাদেশ ন্যাশানাল পার্টির নেতারাও৷ তারা ইউনুসকে একাত্তরের গণহত্যাকারীদের সঙ্গে তুলনা করেছে৷