সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ঢাকা রিজিয়নের রাজশাহী ডায়োসিসের অন্তর্গত নওগাঁ সাদিশপুর আনন্দমার্গ আশ্রমে গত ৩০, ৩১ জুলাই ও ১লা আগষ্ট ফার্স্ট ডায়োসিস সেমিনার সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে রাজশাহী ডায়োসিসের বিভিন্ন ভুক্তি থেকে ৩০০ শত মার্গী ভাই বোন অংশগ্রহণ করেন৷ প্রশিক্ষক ছিলেন আচার্য শুভদীপানন্দ অবধূত৷ শেষদিনে ঢাকা রিজিয়নের আনন্দমার্গ প্রচারক সংঘের মহিলা বিভাগের রিজিওনাল সেক্রেটারী অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যার পরিচালনায় স্থানীয় শিশু শিল্পীদের নিয়ে প্রভাত সঙ্গীত অবলম্বনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনারে অংশগ্রহণকারী সমস্ত গ্রামবাসীর মনোযোগ আকর্ষন করে নেয়৷