পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় ও উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও যেমন আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফটিমের স্বেচ্ছাসেবীরা বন্যাদুর্গতদের মধ্যে খাদ্য, বস্ত্র, মোমবাতি, দেশলাই, ত্রিপল পানীয় জলের প্যাকেট প্রভৃতি বিতরণ করছে বলে রিপোর্ট পাওয়া গেছে, তেমনি সম্প্রতি বাংলাদেশ থেকেও আনন্দমার্গের ত্রাণকার্যের খবর এসেছে৷ বাংলাদেশের দিনাজপুর জেলার বীরগঞ্জের বন্যা কবলিত এলাকাতে আনন্দমার্গের কর্মীরা ও স্থানীয় আনন্দমার্গীরা বন্যার্তদের মধ্যে খিচুড়ি, চিড়ে, গুড়, দুধ, বিসুকট প্রভৃতি বিতরণ করছেন৷ আনন্দমার্গের রিলিফ টিমের সঙ্গে চিকিৎসকরাও রয়েছেন, তাঁরা অসুস্থদের মধ্যে ওষুধ বিতরণ করছেন৷ এখানে রিলিফ কাজ পরিচালনা করছেন আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য মন্ত্রশুদ্ধানন্দ অবধূত, অবধূতিকা নিত্যনবীনা, অবধূতিকা আনন্দমধুকল্পা, রঞ্জিত রায়, মুকুল রায়, মধু রায়, গোপাল রায় প্রমুখ৷
আচার্য প্রসূনানন্দ অবধূত আমাদেরর সংবাদদাতাকে বলেন, বাংলাদেশের আনন্দমার্গ রিলিফ টীমের
স্বেচ্ছসেবীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ত্রাণকার্যে ঝাঁপিয়ে পড়েছেন৷ আজই আচার্য মন্ত্রশুদ্ধানন্দ অবধূতের নেতৃত্বে আনন্দমার্গের একদল স্বেচ্ছাসেবী বগুড়া জেলার বন্যাপ্লাবিত এলাকায় দুর্গত মানুষদের সেবার জন্যে বেশ কিছু ত্রাণ সামগ্রী নিয়েরবানা হয়ে গেছেন৷