সন্তোষ ট্রফির প্র্যাকটিসের জন্য তৈরী হচ্ছেন বাংলার নতুন ফুটবল কোচ রঞ্জন চৌধুরি৷ গত রবিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রথম দিনের প্র্যাকটিসে পঁয়ত্রিশ জন ফুটবলার যোগ দেন৷ গতবারের ট্রফি ধরে রাখার কাজটা যে এবার খুবই কঠিন তা পরিষ্কার জানিয়ে দিলেন নতুন কোচ৷
যেমন প্রথম রাউণ্ডকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছেন রঞ্জন৷ দুটো কারণে৷ এক, প্রস্তুতির পর্র্যপ্ত সময় নেই৷ দুই, বিহারে খেলা৷ অথচ খেলতে হবে পড়শি রাজ্য ঝাড়খন্ড ও ছত্রিশগড়ে৷ বাংলা কোচ তাই বলেই দিলেন, ‘‘গতবারের তুলনায় এবারের দল গড়ার কাজটা বেশ কঠিন৷ আগের কোনো ছেলেকে তিনি দলে পাবেন না৷ একদম নতুন দলকে নিয়ে মাঠে নামতে হবে৷ গত বার বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল৷ কোচ ছিলেন মৃদুল বন্দ্যোপাধ্যায়৷ এবার বাংলাকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে উঠেছে৷ সেটাই তো বাড়তি চাপ? ‘‘তিনি মনে করেন বাড়তি চাপের কোনো কারণ যেমন ভাবে খেললে খেলার প্রদর্শন ভাল হয় তিনি সেটাই করার জন্য এগিয়ে যেতে চান৷ অর্র্থৎ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে৷ আর না হলে কোনো দামই থাকবে না৷ রানার্স হওয়া যা, প্রথম রাউণ্ডে হেরে বিদায় নেওয়া তা-ই’’৷ বাংলার কোচ তাই ফুটবলার বাছাইয়ের ওপর প্রচণ্ড গুরুত্ব দিচ্ছেন৷ ‘‘দল গড়ার কাজটা সত্যিই কঠিন৷ প্রথমত বেশি সময় পাব না৷ ৭৫ জন ফুটবলার ডাকা হয়েছে৷ সেখান থেকে ৩০-৩৫ জনে নামিয়ে আনতেই সময় লাগবে৷ ১৪-১৫ই জানুয়ারির আগে সেটা করা যাবে না৷ এছাড়া সময়ও হাতে কম সামনের ২৯শে জানুয়ারি প্রথম ম্যাচ৷ যদি প্রথম রাউণ্ডটা ঠিকঠাক ভাবে যদি মেটে তাহলে পরবর্তী রাউণ্ডের জন্যে প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যাবে৷ এর জন্যে টিম সিলেকশনে বেশি করে নজর রাখতে হবে৷