বাঙালী চিকিৎসকের আন্তর্জাতিক সম্মান

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দিল্লী এইমসের সার্জিকাল অঙ্কোলজির  অধ্যাপক  ডাঃ মকুর দীপি রায়৷ সম্প্রতি তিনি ক্যান্সার  আক্রান্তদের মানসিক অবসাদের  বিষয়টি নিয়ে গবেষণা করেন৷  ক্যান্সার  আক্রান্তদের জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে যায়, তারা হতাশায় ভুগতে থাকে৷

ডাঃ রায়ের গবেষণায় ধরা পড়ে অস্ত্রোপচারের সময় বাড়তি যত্ন নিয়ে হাইপোগ্যাসট্রিক নার্ভ বাঁচাতে পারলে ক্যান্সার রোগীকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া যায়৷ সাধারণত হাই অ্যালার্ট জোনে  থাকা এই নার্ভ অস্ত্রোপচারের সময় নষ্ট হয়ে যায় হতাশা, অবসাদগ্রস্ত হওয়ার এটাই অন্যতম কারণ৷ অস্ত্রপচারের সময় এই নার্ভ রক্ষা করতে পারলে সফলতা আসে৷ আর্ন্তজাতিক মেডিকাল জার্র্নল ডাঃরায়ের এই গবেষণাকে স্বীকৃতি দেয়৷