বাঙালী ছাত্র যুব সমাজের ভাষাশহীদ স্মরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অসম গণ পরিষদ সরকারের শিক্ষাক্ষেত্রে অনসমিয়াদের উপর অসমিয়া ভাষা চাপানোর সার্কুলার জারির প্রতিবাদে, ১৯৮৬ সালের ২১শে জুলাই তৎকালীন অসমের  মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্তকে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন করে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে শহীদ হোন বীর বঙ্গসন্তান জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস৷

এ বছর কোভিডের কারণে কেন্দ্রীয়ভাবে জমায়েত  এড়িয়ে ভার্চুয়ালি ২১শে জুলাই বাংলা শহীদ স্মরণসভা পালন করে ‘বাঙালী ছাত্র-যুব সমাজ কেন্দ্রীয় কমিটি৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সচিব তপোময় বিশ্বাস, অসম রাজ্যের প্রতিনিধি রত্নেন্দু দাস, ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি সুপ্রীতা দাস এছাড়াও সদস্য পার্থ রায় অর্পিতা মণ্ডল৷ সঞ্চলনা করেন কৌস্তভ বিশ্বাস৷ অনুষ্ঠানের শুরুতেই শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের প্রতিকৃতি মাল্যদান করেন সংঘটনের কেন্দ্রীয় ছাত্রসচিব তপোময় বিশ্বাস, এরপর একে একে শ্রদ্ধা জানান সবাই৷ বাঙালী ছাত্র যুবসমাজ দাবী করে অ.গ.প সরকারের অসমিয়া ভাষা বাধ্যতামূলক করার সার্কুলারকে অবিলম্বে বাতিল করতে হবে ও অসমে একটিও বাংলা মাধ্যম স্কুলকে  বন্ধ করা চলবে না৷ পাশাপাশি  বাংলা ভাসী ছাত্র-ছাত্রীদের জন্য নতুন করে বাংলা মাধ্যম স্কুল তৈরী করতে হবে৷ চাকরির নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক  করতে হবে৷ মাতৃভাষায় শিক্ষার মাধ্যম জাতির অধিকার এই অধিকার সংকুচিত  করতে এলে আবার রক্ত জড়বে,সেই রক্তে পিছলে পড়বে হিন্দী সাম্রাজ্যবাদের মদতপুষ্ট দালাল রাজনৈতিক দলগুলি৷ তাই সাবধান৷ এছাড়াও এদিন ‘‘আমরা বাঙালী’’ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কলকাতার শ্যামবাজারের ২ নং বল্লভ স্ট্রীটের কেন্দ্রীয় কার্যালয়ে ২১শে জুলাইয়ের বাংলা ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়৷