বাঙালী ছাত্র যুবসমাজের বৃহত্তর আন্দোলনের ডাক

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই ফেব্রুয়ারী  এক সাংবাদিক সম্মেলনে বাঙালী যুব সমাজের কেন্দ্রীয় সচিব তমোময় বিশ্বাস বলেন---বর্তমান সমগ্র পৃথিবী জুড়ে চলছে  সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট৷ জড়বাদ বা প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থায় শিক্ষা, সংস্কৃতি, সহ সবকিছুই ধীরে ধীরে কলুষিত হয়ে পড়েছে৷ এরই প্রভাব পড়েছে আমাদের ভারতবর্ষ তথা বাংলার অঞ্চল, ছোট রাজ্য ত্রিপুরাতেও৷ বর্তমানে জ্বলন্ত শিক্ষিত বেকার সমস্যায় জর্জরিত ত্রিপুরা রাজ্য৷

অবিলম্বে ত্রিপুরা ১০০ ভাগ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের নিশ্চিততার দাবীতে বৃহত্তর আন্দোলন ডাক দিয়ে ওইদিন  সাংবাদিক সন্মেলনের ব্যবস্থা করেছিল বাঙালী ছাত্র যুব সমাজ৷  উপস্থিত  ছিলেন কেন্দ্রীয়  সচিব তপোময় বিশ্বাস, ত্রিপুরা রাজ্য কমিটির যুব সচিব প্রবীর দেবনাথ, ছাত্র সচিব বিপ্লব দাস৷ এছাড়াও ছিলেন, যুব নেত্রী সুপর্ণা মজুমদার, গীতাঞ্জলি দাস, মণিকা দেবনাথ প্রমুখ৷  সংঘটনের পক্ষ থেকে কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস বলেন---ত্রিপুরা রাজ্য সহ সমগ্র বাঙালীস্তান জুড়ে দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে বাঙালীদের অধিকার আদায়ের দাবীতে আন্দোলন সংঘটিত করে আসছে ‘বাঙালী ছাত্র  যুব সমাজ৷ বর্তমানে যে বেকার সমস্যা তার সমাধান কল্পে  অবিলম্বে ব্লক ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে নতুন শিল্প ঘটন  করে ব্লকে  ব্লকে কর্মসংস্থানের  সুযোগ  করে দিতে হবে, এছাড়া কেন্দ্রীয় নেতাদের বাঙালী বিদ্বেষের ফলে আজ বাঙালীদের এন.আর.সির নামে বিদেশী আখ্যা, দেশ থেকে  বিতাড়নের হুমকি দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে চরম আন্দোলন করবে বাঙালী ছাত্রযুবসমাজ৷

তপোময় বিশ্বাস বলেন ---ত্রিপুরা তথা ভারতের  একটি বাঙালীকে বিদেশী আখ্যা দেওয়া চলবে না৷ তিপ্রামথার ত্রিপুরায় বাঙালীদের উপর হেনস্থা করা বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ করতে হবে বলে দাবী  জানায় বাঙালী ছাত্র যুব সমাজ এর কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস৷ অবিলম্বে দাবীপূরণ নাহলে বাঙালী ছাত্রযুব সমাজ বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানায়৷