কেন্দ্রীয় সরকারের বাঙালী বিদ্বেষী ভাষা নীতির প্রতিবাদে আমরা বাঙালী ও বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে একটি স্মারকলিপি দেওয়া হয়। গত ১৫ই আগষ্ট বাঙালী ছাত্র যুব সমাজের সচিব শ্রী তপোময় বিশ্বাস বলেন শুধু ভারতবর্ষের । বিশ্বের অন্যতম ধ্রপদী ভাষা বাংলা ভাষা রাষ্ট্রসংঘ স্বীকার করেছে বিশ্বের মধুরতম ভাষা। বাংলা ভাষা ভারতবর্ষের একমাত্র নোবেল জয়ী ভাষা। বাংলা বিশ্ব কবি এই বাংলা ভাষাতেই গীতাঞ্জলি লিখে নোবেল জয়ী হন অথচ সেই বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্থান পায় না। ভারতবর্ষে কেন্দ্রীয় শিক্ষাব্যবস্থা একদল মুর্খের হাতে রয়ে। এটা পরিষ্কার বোঝা যায়। আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ বলেন কেন্দ্রীয় শিক্ষানীতি যারা তৈরী করেছে তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা আছে বলে মনে হয় । একমাত্র দিল্লীর শাসকদলের দালালি করাটাই তাদের যোগ্যতা।
আমরা বাঙালী ও বাঙালী ছাত্রযুব সমাজের পক্ষ থেকে তাই শিক্ষামন্ত্রীর কাছে দাবী জানানো হয় যে বাংলাকে ধ্রুপদী ভাষা করার জন্য কেন্দ্রীয় সরকার যাতে অবিলম্বে ব্যবস্থা নেয়। নতুবা রাজ্যে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু হবে যার ঢেউ দিল্লী পর্যন্ত পৌছে যাবে।