ব্রিটেনের বার্মিংহামে বাঙালী কিশোরীর অনন্য সম্মান লাভ৷ বার্মিংহামে লিটারেচার ফেস্টিভ্যালে ইয়ংপোয়েট লরিয়েট (কিশোরী কবি শ্রেষ্ঠ) হিসাবে আগামী দু’বছরের জন্য নির্বাচিত হল ১৬ বছরের বাঙালী কিশোরী কন্যা অয়োনা৷ গত ২০ বছরের বেশি সময় ধরে বার্মিংহাম প্রশাসন কবিতা ও সাহিত্য প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে৷ পোয়েট (কবি শ্রেষ্ঠ) ও ইয়ং পোয়েটরিয়েট বাছাই করার একটা ধারা গড়ে উঠেছে এখানে৷ ব্রিটেনের বার্মিংহাম শহরের বাসিন্দা কবিদের মধ্য থেকে বেছে নেওয়া একজন ইয়ং পোয়েট লরিয়েটকে৷ প্রথম বাঙালী হিসাবে এই সম্মান পেল কিং এডওয়ার্ড ক্যাম্প হাইস্কুল ফর গার্লসের ছাত্রী অয়োনা৷
অয়োনার জন্ম ভারতবর্ষের বেঙ্গালুরুতে৷ মাত্র দু বছর বয়সে মা বাবার সঙ্গে সে ব্রিটেনে আসে৷ বিলেতে থাকলেও শিকড়ের টান ছড়িয়ে রয়েছে তার মনের গভীরে৷ দেশতো বটেই মাতৃভাষা নিয়েও গর্বিত অয়োনা৷ বাংলা কবিতা ইংরেজিতে অনুবাদ তার খুবই পছন্দের৷ বিশিষ্ট বাঙালী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর কবিতার অনুবাদের জন্য এবং ২০২১ সালে স্টিভেন স্পেন্টার পোয়েট্রি ট্রানস্লেশন (এস.এস.টি) পুরস্কারও সে পেয়েছে৷