সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আগরতলা ঃ বাঙালী মহিলা সমাজের ত্রিপুরা রাজ্যকমিটির পক্ষ থেকে ১৮ই সেপ্ঢেম্বর গোর্খাবস্তির স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্র্তর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নয় দফা দাবী সম্বলিত একটি স্মারকপত্র দেওয়া হয়৷ দাবীগুলি ছিল--- করোনা চিকিৎসায় সমস্ত অব্যবস্থা দুর করতে হবে, করোনা আক্রান্তদের উপযুক্ত পরিষেবা দিতে যথেষ্ট পরিমানে চিকিৎসকও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে, করোনা আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে ১০লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ও আরও কয়েকটি দাবী ছিল৷
রাজ্য কমিটির পক্ষে প্রতিনিধি দলে ছিলেন শ্রীমন্তিদেব, গীতাঞ্জলি দাশ, সুদীপা রায় ও গৌরী দেববর্মন৷