সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৯ ও ২০শে নভেম্বর কলিকাতার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ স্মারকভবনে সারা ভারত বাংলা ভাষামঞ্চের সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই সম্মেলনে বিহার,ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা থেকে আগত প্রতিনিধিরা বিভিন্ন রাজ্যে বাংলাভাষা ও বাঙালীর দুরাবস্থার প্রসঙ্গ তুলে ধরেন৷ ওড়িশার প্রতিনিধি বিভিন্ন তথ্যসহ বাঙালী কিভাবে নিশ্চিহ্ণ হচ্ছে তার বর্ণনা করেন৷ শিলচর থেকে আগত নাগরিক অধিকার রক্ষা কমিটির নেতা সাধন পুরকায়স্থ উত্তরপূর্বাঞ্চলে বাঙালীর দুরবস্থার কথা তুলে ধরেন৷ ত্রিপুরার প্রতিনিধি গ্রেটার ত্রিপুরার চক্রান্ত প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন৷ সম্মেলন থেকে সংসদে বাঙালী সাংসদের বাংলায় ভাষন দেবার দাবীও ওঠে৷ সম্মেলন থেকে বাংলা ও বাঙালীর অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তাব নেওয়া হয়৷