সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৭ইমে আগরতলা শহরে ‘আমরা বাঙালী’র রাজ্য সম্মেলন উপলক্ষ্যে একটি মিছিল শহর পরিক্রমা করে শকুন্তলা রোড সংলগ্ণ স্থানে জমায়েত হয়৷ সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিভিন্ন বক্তা ত্রিপুরায় বিজেপি শাসনে বাঙালী নির্যাতনের করুন চিত্র তুলে ধরেন তাঁদের বক্তব্যে৷ বিভিন্ন বক্তা বলেন রাজ্যে বাঙালীর অধিকার হরণ করতে ও বাঙালীকে রাজ্যে বিদেশী বানাতে হীন চক্রান্ত চলছে৷ জমি ফেরৎ, টি.এন.বি চুক্তির মত বাঙালী বিদ্বেষী সমস্ত আইন বাতিলের দাবী ওঠে সভা থেকে৷ আমারা বাঙালীর অভিযোগ রাজ্য শাসকদলের প্রত্যক্ষ মদতে বাংলাভাষা কৃষ্টি সংস্কৃতিকে অবদমিত করে রাখা হচ্ছে ও বাঙালীদের নিজ ভূমি থেকে উৎখাত করার চক্রান্ত চলছে৷ এই অবস্থায় বাঙালীর অস্তিত্ব রক্ষায় রাজ্যের সমস্ত বাঙালীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয় সভা থেকে৷