বাঙালীকে বিদেশী বানানোর কুচক্রান্ত ব্যর্থ করবো---‘আমরা বাঙালী’

সংবাদদাতা
নিজস্বসংবাদদাতা, আবদুল কালাম বাহার, শিলচর
সময়

আমরা বাঙালী অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ মুম্বাই সফরকালে মীরারোড স্টেশনের পাশে আম আদমি পার্টির আয়োজিত দেশের স্বাধীনতা সংগ্রামে প্রাণ বিসর্জনকারী রাজগুরু, ভগৎ সিংহ সুখদেবের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন৷ এছাড়া উপস্থিত ছিলেন মুম্বাইয়ের দুই বিশিষ্ট সমাজসেবী চয়ণ পুরকায়স্থ, বিমল ভট্টাচার্য৷

বক্তব্য রাখতে গিয়ে সাধন পুরকায়স্থ বলেন, ১৯৩১ সালে আজকের দিনেই অর্থাৎ ২৩শে মার্চ লাহোরে তাঁদের ফাঁসি দেওয়া হয়৷ আমরা জানি, দেশের পরাধীনতার শৃঙ্খলকে ভাঙতে রাজগুরু, ভগৎ সিং, সুখদেব তাঁদের জীবনকে উৎসর্গ করেছিলেন৷ তাঁদের অবদান সম্পর্কে বর্তমান সমাজের কাছে তুলে ধরার জন্য আম আদমি পার্টির সদস্যদের ধন্যবাদ জানাই৷

আজকের স্বাধীন ভারতেও বাঙালীদের বিদেশী বানানোর চক্রান্ত চলছে, অসম থেকে বাঙালীদের বিতাড়নের চক্রান্ত চলছে৷ রাজগুরু, ভগৎ সিং, সুখদেব আত্মবলিদান দিবসে আমরা শপথ নিচ্ছি স্বাধীন ভারতে একটি বাঙালীকেও বিদেশী বানানোর কুচক্রান্ত ব্যর্থ করব৷