আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তর ও দক্ষিনবঙ্গের কয়েকটি জেলায় তিন স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা বাঙালী ৪০টা আসনে প্রার্থী দিয়েছে৷
আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা শ্যামবাজার বল্লভ স্ট্রীটের দলীয় কার্যালয়ে এক সাক্ষাৎকারে বলেন রাজ্যের শাসক ও বিরোধী দলগুলি পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক রীতিনীতিকে অবজ্ঞা করে পেশী শক্তির ব্যবহার করছে, রক্ত ঝরছে৷ এই ভ্রাতৃঘাতী রাজনীতি বাঙালী জনগোষ্ঠীকে ধবংসের পথে ঠেলে দিচ্ছে৷ এরই সুযোগ নিয়ে ভিনরাজ্যের নিম্নমানের চলচিত্র,গান-নাচ বাঙলার সাহিত্য সংসৃকতিকে ধবংস করছে, যুব সমাজকে বিপথগামী করে দিচ্ছে৷ বাঙলার অর্থ-সম্পদ লুন্ঠন করে নিয়ে যাচ্ছে পশ্চিম ভারতীয় পুঁজিপতি গোষ্ঠী৷ বর্তমান বাঙলার দুরাবস্থার কারণ ক্ষমতার লালসায় লালায়িত রাজনৈতিক দলগুলির অর্ন্তদ্বন্দ্ব ও পশ্চিমভারতীয় পুঁজিপতি গোষ্ঠীর ফ্যাসিস্ট শোষন৷ তিনি বলেন আমরা বাঙালী দীর্ঘদিন ধরে ভ্রাতৃঘাতী রাজনীতি ভুলে বাঙালী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিষ্ট শোষনের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে আসছে৷ কিন্তু বৈশ্য শোষক ও রাজনৈতিক দলগুলি যুবসমাজকে বিপথগামী করছে৷ একমাত্র প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতি পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমেই সকল সামাজিক অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব৷ আমরা বাঙালীর আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে ভ্রাতৃঘাতী রক্তস্নাত নির্বাচনে আমরা বাঙালী অল্প কিছু আসনে প্রার্থী দিয়ে প্রতীকি লড়াইতে নেমেছে৷