দ্বিতীয়বার ক্ষমতায় বসার পরই মোদি সরকার তার জাত চিনিয়ে দিল৷ নির্বাচন পরবর্তী কাঁচড়াপাড়া, নৈহাটী, ভাটপাড়ার ঘটনা ও অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক হিন্দী শিক্ষার পরিকল্পনা পশ্চিমবঙ্গবাসীর কাছে অশনি সংকেত৷ কথাগুলি বলেন ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় সচিব বকুল রায়৷
তিনি আরও অভিযোগ করেন আপাততঃ সিদ্ধান্ত থেকে পিছু হটলেও হিন্দী চাপানোর প্রচেষ্টা দিল্লীর সাম্রাজ্যবাদী সরকার চালিয়ে যাবে৷ তিনি বলেন, ‘রাজ্যে এখনও ক্ষমতায় আসেনি বিজেপি, লোকসভায় কয়েকটা আসন জিতে যে আচরণ শুরু করেছে এরপর রাজ্যে ক্ষমতায় এলে হাতে মাথা কাটবে৷ রাজ্যের শাসকের আসনের পরিবর্তন হলেও হিন্দীর আগ্রাসন পশ্চিমবঙ্গের মানুষ কিছুতেই মেনে নেবে না৷ ভারত সরকারের বাঙলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত৷ বাঙালীর ভাষা, সংসৃকতির ওপর আঘাত হানলে পরিণতি কি হতে পারে বাঙলাদেশ দেখিয়েছে৷ ভারতবর্ষ নানা ভাষাভাষীর একটি দেশ৷ প্রতিটি রাজ্যকে তার নিজস্ব ভাষায় কাজকর্ম, শিক্ষাদীক্ষার অধিকার দিতে হবে৷ তবেই ভারতের সংহতি বজায় থাকবে৷ জোর পূর্বক একটি ভাষা সমগ্র দেশে চাপালে তার পরিণতি ভয়ঙ্কর হতে বাধ্য৷’
তিনি বাঙলার মানুষকে সতর্ক করে বলেন, ‘ভাববেন না কেন্দ্রীয় সরকার তার হিন্দী আগ্রাসন নীতি থেকে সরে গেছে৷ এক পা পিছিয়েছে মাত্র, আর বাঙলায় শুধু ভাষা নয়, যেভাবে এখানে প্রতিদিন বহিরাগত অবাঙালী অনুপ্রবেশ ঘটছে তাতে পশ্চিমবঙ্গে বাঙালী একদিন সংখ্যালঘু হয়ে যাবে৷ তাই বাঙালী এখনও সাবধান না হলে তার সামনে বিভীষিকার রাত আসছে৷’