২০১৯ সালে মনিপুরে যাওয়ার জন্য যে ইনার লাইন পারমিট চালু (আই.এল.পি.) করা হয়েছে তাকে চ্যালেঞ্জ করে আমরা বাঙালী দলের পক্ষ থেকে সুপ্রীম কোর্টে মামলা দায়ের করা হয়েছে৷ মনিপুর সরকার সেই মামলার জন্য আরও চার সপ্তাহ সময় চাইল৷
সুপ্রীম কোর্ট এই মামলায় মনিপুর সরকার ও কেন্দ্রীয় সরকারকে জবাব দিহির জন্য নোটিশ জারি করে৷ গত ১৮ই এপ্রিল এই মামলার শুনানীর দিন ধার্য করা হয়েছিল৷ আমরা বাঙালী দলের পক্ষ থেকে জানানো হয়েছে মনিপুর সরকার দীর্ঘদিন কোন উত্তর না দিয়ে সুপ্রীম কোর্টের রেজিষ্টারের কাছে চিঠি দিয়ে আরও চার সপ্তাহ সময় চেয়েছে৷
আমরা বাঙালী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সম্প্রতি মনিপুর সরকার একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের বাসিন্দাদের নামের তালিকা প্রকাশ করেছে৷ সেই তালিকায়, বাঙালী, বিহারী, পাঞ্জাবী, মাড়োয়ারী ও বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের নাম নেই৷ ৩১ ডিসেম্বর ১৯৬১কে স্থায়ী বাসিন্দাদের ভিত্তিবর্ষ হিসাবে ঘোষণা করেছে৷ সেটি সংবিধান বিরোধী৷ দলের পক্ষ থেকে এ নিয়ে ও অতিরিক্ত হলফনামা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে৷
আমরা বাঙালীর মতে ১৫০ বছর আগে মনিপুর ব্রিটিশদের তৈরী ১৮৭৩ সালের ইর্র্ষ্টন বেঙ্গল ফ্রন্টিয়ার রেগুলেশন আইনের কথা বলা হোক৷ এই আইন মনিপুর রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না৷