বাঙলা মঞ্চ গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, যে কায়দায় গত ২৭শে মার্চ জঙ্গলমহল অঞ্চলের নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে, মাঝরাতে, ৪০ জন এন.আই. এ পুলিশ ছত্রধর মাহাতকে তাঁর বাড়ি থেকে তুলে আনে কলকাতায়, তা কার্যত অপহরণ ও আইনি ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার শুধু নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নতুন ঝোঁকের এ কুৎসিত ভয়ঙ্কর নিদর্শন বলে মঞ্চ মনে করে৷
উল্লেখ্য, ছত্রধর মাহাত-এর গ্রেপ্তার প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের স্পষ্ট বারণ থাকা সত্ত্বেও এবং কোর্টের শর্ত মেনেই গত শুক্রবার ২৬শে মার্চ কলকাতার এন.আই. এ দপ্তরে হাজিরা দেওয়া সত্ত্বেও ছত্রধর মাহাতকে এন.আই.এ মাঝরাতে ঝাড়গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে আসে কলকাতায়৷ অসুস্থ ও বৃদ্ধা মাকে, স্ত্রী নিয়তি মাহাতকে ধাক্কা মারে, গ্রেপ্তার মেমো দেয় না, কোন মামলায় গ্রেপ্তার তাও বলে না, এমনকি গামছা পরা অবস্থায় কলকাতায় তুলে নিয়ে আসে৷ গ্রেপ্তার বিধির ক্ষেত্রের কিন্তু নূ্যনতমভাবে এগুলি অনুসরণ করা আইন রক্ষকদের বাধ্যতামূলক , যা নগ্ণ ও নিয়মবহির্ভূতভাবে লঙ্ঘন করলো আই.এন.এ৷
এটা আজ সর্বজন বিদিত যে, তাঁর বর্তমান রাজনৈতিক সক্রিয়তাকে ধবংস করার উদ্দেশ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ইউ.এ.পি.এ তে ১০ বছর জেল খাটার পরেও ছত্রধর মাহাতকে ২০১০ সালের একটি মিথ্যা মামলায় ও একটি জামিনে থাকা মামলায় গ্রেপ্তার করার চেষ্টা চালিয়েছিল নির্বাচনের কয়েক মাস আগে থেকে৷
মঞ্চ এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে, অবিলম্বে ছত্রধর সহ সমস্ত রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করছে৷ তার সঙ্গে মঞ্চ রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে এন.আই.এ ইডি, সিবিআই বা আইটি-কে লাগাতার ভাবে লাগানোর বেআইনি, নিউ নর্মাল প্রক্রিয়াকে তীব্র নিন্দা করছে ও অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছে৷