বাঙলা মঞ্চের প্রতিবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাঙলা মঞ্চ গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, যে কায়দায় গত ২৭শে মার্চ জঙ্গলমহল অঞ্চলের নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে, মাঝরাতে, ৪০ জন  এন.আই. এ পুলিশ ছত্রধর মাহাতকে তাঁর বাড়ি থেকে তুলে আনে কলকাতায়, তা কার্যত অপহরণ ও আইনি ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার শুধু নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নতুন ঝোঁকের এ কুৎসিত ভয়ঙ্কর নিদর্শন বলে মঞ্চ মনে করে৷

উল্লেখ্য, ছত্রধর মাহাত-এর গ্রেপ্তার প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের স্পষ্ট বারণ থাকা সত্ত্বেও এবং কোর্টের শর্ত মেনেই গত শুক্রবার ২৬শে মার্চ কলকাতার এন.আই. এ দপ্তরে হাজিরা দেওয়া সত্ত্বেও ছত্রধর মাহাতকে এন.আই.এ মাঝরাতে ঝাড়গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে আসে কলকাতায়৷ অসুস্থ ও বৃদ্ধা মাকে, স্ত্রী নিয়তি মাহাতকে ধাক্কা মারে, গ্রেপ্তার মেমো দেয় না, কোন মামলায় গ্রেপ্তার তাও বলে না, এমনকি গামছা পরা অবস্থায় কলকাতায় তুলে নিয়ে আসে৷ গ্রেপ্তার বিধির ক্ষেত্রের কিন্তু নূ্যনতমভাবে এগুলি অনুসরণ করা আইন রক্ষকদের বাধ্যতামূলক , যা নগ্ণ ও নিয়মবহির্ভূতভাবে লঙ্ঘন করলো আই.এন.এ৷

এটা আজ সর্বজন বিদিত যে, তাঁর বর্তমান রাজনৈতিক সক্রিয়তাকে ধবংস করার উদ্দেশ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ইউ.এ.পি.এ তে ১০ বছর জেল খাটার পরেও ছত্রধর মাহাতকে ২০১০ সালের একটি মিথ্যা মামলায় ও একটি জামিনে থাকা মামলায় গ্রেপ্তার করার চেষ্টা চালিয়েছিল নির্বাচনের কয়েক মাস আগে থেকে৷

 মঞ্চ এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ   জানাচ্ছে, অবিলম্বে ছত্রধর সহ সমস্ত রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করছে৷ তার সঙ্গে মঞ্চ রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে এন.আই.এ ইডি, সিবিআই বা আইটি-কে লাগাতার ভাবে লাগানোর বেআইনি, নিউ নর্মাল প্রক্রিয়াকে তীব্র নিন্দা করছে ও অবিলম্বে বন্ধের  দাবি জানাচ্ছে৷