ঠিক প্রশিক্ষক হিসেবে নয়, বরং তরুণ ক্রিকেটারদের পথ প্রদর্শক হতে চান লক্ষীরতন শুক্লা৷ বাঙলার অনূধর্ব-২৩ দলের দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিলেন লক্ষীরতন শুক্লা৷ গত ২৬শে জুলাই ট্রেনিংএ আসা ৬০ জন তরুণ ক্রিকেটারকে নেটমাধ্যম থেকে দুরে থাকার নির্দেশ দিলেন তিনি৷ কড়া হাতে দলের শৃঙ্খলা রক্ষা করতে চাইছেন লক্ষী৷ তাই সপ্তাহের প্রথম দিনই তিনি দিলেন তিনটি নির্দেশ৷
তিনি বলেন ‘ আমি ছেলেদের বলেছি নেটমাধ্যম থেকে কিছু পোষ্ট না করতে৷ দলে শৃঙ্খলা মেনে চলাটা খুব জরুরি৷ যে সমস্ত ক্রিকেটারের চুল বড় রয়েছে তাদের সেই চুল কাটতে বলেছি৷ আর দলের মধ্যে একাত্মবোধ বাড়াতে সবাইকে বাংলা শিখতে বলেছি৷’’
এছাড়া শিবিরে ছিলেন বোলিং প্রশিক্ষক শিব শঙ্কর পাল৷ কন্ডিশনিং প্রশিক্ষক সাবির আলি ও বাঙলা সিনিয়র দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান শুভময় দাস৷
লক্ষী আরও বলেন---‘‘বাঙলার সিনিয়র দলের জন্য নতুন ক্রিকেটার তুলে আনতে গেলে অনূধর্ব-২৩ দলের উন্নতি করা জরুরী৷ আমি চাই বিভিন্ন জেলা থেকে ছেলে, মেয়েরা উঠে আসুক৷ ক্লাব ক্রিকেট আর জেলার ক্রিকেটকে সিএবি খুবই গুরুত্ব দিচ্ছে৷’’
তিনি আরও বলেছেন--- ‘‘আমি প্রশিক্ষক নই, পথ প্রদর্শক বা সহায়ক৷ আমি চাই ক্রিকেটাররা এখান থেকে বাঙলা দলে সুযোগ পাক ও জায়গা করে নিক জাতীয় দলে৷’’