বাঙলার ছেলের তৈরী পাইন কাঠের হাঁস পাড়ি দিচ্ছে বিদেশে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে বসেছিলেন৷ সেই সময় সমাজমাধ্যমের একটি বিজ্ঞাপনে নজর পড়ে বালুরঘাটের বিপ্লব সরকারের৷ চাওয়া হয়েছিল একটি বিশেষ আদলের পাইন কাঠের হাঁস৷ বিপ্লব চাহিদা মতো হাঁসের মডেল বানিয়ে কলকাতায় পাঠান৷ পত্রপাঠ মঞ্জুর হয় বিপ্লবের আবেদন৷ শহরে ফিরে এলাকার মহিলাদের এ কাজে যুক্ত করে নেন বিপ্লব৷ তার পর বাবাকে সঙ্গে নিয়ে শুরু হয় হাঁস বানানো৷ এখানে তৈরি পাইন কাঠের হাঁস এখন দিব্যি পাড়ি দিচ্ছে দেশ-বিদেশে৷ কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন নতুন নতুন শিল্পী, ক্রমশ স্বাবলম্বী হচ্ছেন এলাকার মহিলারাও৷

সমাজমাধ্যমের পাতায় দেখা বিজ্ঞাপনে সাড়া দিয়ে যেন কপাল ফিরতে চলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের নলাতাহারের কাঠশিল্পীদের৷ বালুরঘাট শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে নলতাহার গ্রামে পাইন গাছের টুকরো কেটে হাতের জাদু মিশিয়ে চমৎকার হাঁস তৈরি করছেন নবান সরকার ও তাঁর ছেলে বিপ্লব৷ তাতে যুক্ত হয়েছেন এলাকার আরও অন্তত ১০ মহিলা৷ ফেসবুকে আলাপ হওয়ার পর কলকাতার একটি সংস্থা দু’হাজারটি কাঠের হাঁস তৈরির বরাত দিয়েছে বিপ্লবকে৷ সময় মতো কাজ শেষ করতে স্থানীয় মহিলারা কোমর বেঁধে হাঁস তৈরির কাজে লেগে পড়েছেন৷ কাজ প্রায় শেষের দিকে৷ আর হাঁস বানিয়ে বাড়তি অর্থ উপার্জন মুখে হাসি ফুটিয়েছে গ্রামের মহিলাদের৷ কলকাতার এই সংস্থা থেকে নির্দিষ্ট পরিমাণে পাইন কাঠ এসে পৌঁছচ্ছে বালুরঘাটে৷ তার পর সেই কাঠ দিয়ে বিভিন্ন সরঞ্জামের সাহায্যে নির্দিষ্ট আদলের হাঁস তৈরি করছেন পিতা-পুত্র৷ খোলা বাজারে কেউ কারখানা থেকে হাঁস কিনতে চাইলে হাঁসপ্রতি এক হাজার থেকে বারোশো টাকা দিতে হবে৷ এই হাঁস কলকাতা থেকে বিদেশে পাড়ি দিচ্ছে বলে জানা গিয়েছে৷ চাহিদা বৃদ্ধি পেতেই গ্রামের মহিলাদের এই কাজে নিয়োগ করেছেন বিপ্লব৷ বর্তমানে সাত মহিলা কাজ করছেন৷ আগামিদিনে আরও কাজের বরাত পাওয়ার আশা রয়েছে৷ তখন আরও বেশি মহিলাকে এই কাজে নিয়োগ করার পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন বাবা-ছেলে৷

শিল্পী নবান বলেন, ‘‘এমন কাজ আগে কখনও করিনি৷ চাহিদা অনুযায়ী হাঁস তৈরির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে৷ তার পরে সঠিক আকার এবং আয়তনের হাঁস তৈরি আয়ত্তে এনেছি৷ অনেক মহিলা এই কাজ করে ক্রমশ স্বাবলম্বী হচ্ছেন৷ ইতিমধ্যেই হাঁস তৈরি করে প্যাকেটজাত করা হয়েছে৷ কলকাতা থেকে এখানে গাড়ি পাঠানো হবে৷ সেই গাড়িতে আমাদের তৈরি করা মাল উঠে যাবে৷’’ আর বিপ্লব বলছেন, ‘‘উচ্চ মাধ্যমিক পাশ করেছি৷ এখন কলেজে ভর্তি হব৷ আগে থেকেই খুঁটিনাটি জিনিস তৈরি করতাম৷ তার পরে সমাজমাধ্যমে এ রকম পোস্ট দেখে উৎসাহী হই৷ আমার পাঠানো নমুনা পছন্দ হওয়ায় তাঁরা দু’হাজারটি হাঁসের বরাত দিয়েছেন৷ সেগুলি আবার বাইরে রফতানি করবেন বলে শুনেছি৷ দিনে প্রায় ১০টি হাঁস তৈরি করতে পারি৷ স্থানীয় মহিলাদের আরও বেশি করে কাজে নিযুক্ত করে স্বাবলম্বী করে তোলার ইচ্ছে আছে৷’’