সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
এ বারের রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি ছিলেন তৃতীয় স্থানে৷ ১৫টি ইনিংস খেলে ৮৬৭ রান করেছিলেন অনুষ্টুপ মজুমদার৷তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছিলেন৷ বাঙলার মিডল অর্ডারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি৷ ৩৯ বছরের অনুষ্টুপ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ২০০৪ সাল থেকে৷ প্রায় ২০ বছর বাঙলার হয়ে ব্যাট করছেন তিনি৷ আই.পিএলেও কলকাতা নাইট রাইডারসের হয়ে দু বছর খেলেছেন তিনি৷ ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে নাইট সংসারে থাকলেও ম্যাচ খেলা হয়নি৷ ২০১২ সালে পুণে ওয়ারিয়র্সের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন সেই সময় সেই দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
এখন এখন দেখার পালা এর পরের মরসুমে কি তিনি এই অভিজ্ঞতার সঙ্গে দলের হয়ে খেলার সুযোগ পাবেন! এটা নিয়ে এখন জোর আলোচনা চলছে ক্রিকেটমহলে৷