উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে গিয়ে উদ্যোক্তাদের অব্যবস্থার কারণে বিড়ম্বনায় পড়েন বাঙলার একঝাঁক শিল্পী,সাহিত্যিক৷ উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তসলিমা নাসরিন প্রমুখ৷
নিউ জার্সির আটলান্টিক সিটিতে আয়োজন হয়েছিল উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন৷ কিন্তু শিল্পীরা সেখানে গিয়ে চরম অব্যবস্থার শিকার হন৷ এমনকি শিল্পীদের থাকা খাওয়ার ব্যবস্থাটাও ঠিকমত ছিল না৷ শিল্পীদের দুর্দশায় সাহায্য করার মত কেউ ছিল না আয়োজকদের তরফে৷ এব্যাপারে অভিযোগ উঠছে, সম্মেলনের আহ্বায়ক পার্থসারথি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে৷ সহ আহ্বায়ক গৌতম দত্ত পার্থসারথির বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগ তোলেন৷ যদিও পার্থসারথি বাবু সব অভিযোগ অস্বীকার করেন৷ তিনি বলেন---যে কটি হল বুক করা হয়েছিল তার মধ্যে একটি হলের ভাড়া হঠাৎ বাড়িয়ে দেওয়ায় বুকিং বাতিল করতে হয়৷ তারফলে সমস্যার সৃষ্টি হয়৷ তিনদিনের অনুষ্ঠান দু’দিনে শেষ করতে হয়৷