গত ৩রা জুলাই সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি (সি এম আইই) দেশের বেকারত্ব হারের একটি প্রতিবেদন প্রকাশ করে৷ সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে বেকারত্বের হার অনেক কম৷ বর্তমানে সারা দেশে বেকারত্বের হার যেখানে ১১ শতাংশ সেখানে পশ্চিম বাঙলায় বেকারত্বের হার ৬.৫ শতাংশ৷ সিএম আই-ইর প্রতিবেদন অনুযায়ী গত মে মাসে বাঙলায় বেকারত্বের হার ছিল ১৭.৪১ শতাংশ, একমাসে প্রায় ১১ শতাংশ কমে তা দাঁড়িয়েছে ৬.৫ শতাংশে৷ বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশে বেকারত্বের হার ৯.৬ শতাংশ, ত্রিপুরায় ২১.৩ শতাংশ, উত্তরাখণ্ডে ৮.৭ শতাংশ, কর্ণাটকে ৯.২ শতাংশ, মধ্যপ্রদেশে ৮.২ শতাংশ৷ দক্ষিণের রাজ্যগুলি থেকেও বাঙলায় বেকারত্বের হার কম৷ তামিলনাড়ুতে বেকারত্বের হার ১৩.৫ শতাংশ৷ বিজেপি জোটের শাসনে থাকা বিহারে ১৩.৫ শতাংশ , তবে বেকারত্বের হার সব থেকে বেশী বিজেপি শাসিত হরিয়ানায়---৩৩.৬শতাংশ৷
রাজ্য সরকারের অর্থদপ্তর সূত্রে জানা গেছে লক্ডাউনের মাঝেও রাজ্যসরকারের কিছু বাস্তবমুখী পরিকল্পনা ও কর্মসূচির ফল এটা৷