বাঁদর ও কাঠবিড়ালীদের বাঁচাতে জঙ্গলপথে ঝুলন্ত সেতু

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

জলপাইগুড়ি জেলার বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু সরু রাস্তা চলে গেছে৷ ওই পথ পার করে উল্টোদিকের বনে যেতে কাঠবিড়ালী৷ বাঁদর সহ অন্যান্য ছোট ছোট প্রাণীরা সংকীর্ণ রাস্তা পারাপার করতে বাধ্য হত৷ রাস্তাপারাপারের সময় আচমকা চলন্ত গাড়ীর সামনে পড়ে গিয়ে প্রচুর বন্য প্রাণীদের বেঘোরে প্রাণ যেত৷ এই মৃত্যুমিছিল রুখতে  বনদপ্তরের টোটকায় মিলল সমাধান৷ বাঁচল বন্য প্রাণ৷ কি সেই টোটকা?  বন্য প্রাণীদের রাস্তা পারাপারের জন্য রাস্তার দুইপারের গাছের শাখায় লাগানো হয় কয়েকটি ছোট ছোট ঝুলন্ত সেতু৷

গত বছর বক্সার জঙ্গলে রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী পর্যন্ত ১০ কিমি বন পথে বাঁদর ও অন্যান্য ছোট ছোট বন্যপ্রাণীদের রাস্তা পারাপারের জন্য পরীক্ষামূলকভাবে গাছের সঙ্গে ঝোলানো হয়েছিল পাঁচটি ঝুলন্ত সেতু৷ তাতেই ওই বনপথে ছোট বন্যপ্রাণীদের মৃত্যু অনেকটাই রোধ করা  গেছে বলে দাবী বন বিভাগের৷