বাঁকুড়ার ঐতিহ্যময় রাবণ কাটা নৃত্য বিলুপ্তির পথে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ইন্টারনেটের দৌলতে সোস্যাল মিডিয়া ও অন্যান্য আধুনিক বিনোদনের দাপটে বাংলা থেকে বহু লোকসংস্কৃতি হারিয়ে যেতে বসেছে৷ এর মধ্যে অন্যতম হল বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের ‘রাবণকাটা নৃত্য’৷ মূলত এটি এক উৎসব মূখর লোকনৃত্য৷ দুর্গাপূজার দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই নৃত্য অনুষ্ঠিত হয়৷ মল্লরাজাদের  সময়কাল থেকে চলে আসা এই নৃত্য আজ অবলুপ্তির পথে৷ এই লোকনৃত্যের দলে নয় জন সদস্য থাকে৷ তাদের কেউ হনুমান, জাম্বুবান, সুগ্রীব ও বিভীষণ ইত্যাদি সাজে সেজে রাবণ কাটা (বধ) করে৷ গামার কাঠের তৈরী  মুখোশ  হল এই নৃত্যের অন্যতম বৈশিষ্ট্য৷ এছাড়া শন দিয়ে তৈরী পোশাকেও থাকে বৈচিত্র্য, সঙ্গে থাকে লোকবাদ্য যন্ত্র৷ স্থানীয় রঘুনাথ জীউ মন্দিরের সামনে দশমীতে কুম্ভকর্ণবধ, একাদশীর দিন ইন্দ্রজিৎ বধ ও দ্বাদশীর দিন হয় রাবণ বধ৷ রাবণ তৈরী হয় মূলত মাটি থেকে৷ স্থানীয় মানুষদের দাবী এই লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকারকে সাহায্য করতে হবে৷