বাঁকুড়ায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে জুলাই বাঁকুড়া জেলার  শালতোড়া ব্লকের তিলুডি গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীসনৎ মণ্ডলের পুত্রর শুভ জন্মদিন উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন, নগরকীর্ত্তন বৃক্ষরোপন ও নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর উপস্থিত সকলে সনৎ মণ্ডলের পুত্রকে আশীর্বাদ করে ও শুভেচ্ছা জানায়৷