সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৩শে জুলাই বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুডি গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীসনৎ মণ্ডলের পুত্রর শুভ জন্মদিন উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্ কীর্ত্তন, নগরকীর্ত্তন বৃক্ষরোপন ও নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর উপস্থিত সকলে সনৎ মণ্ডলের পুত্রকে আশীর্বাদ করে ও শুভেচ্ছা জানায়৷