বাঁকুড়ায় শীতবস্ত্র বিতরণ ও তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪ঠা ডিসেম্বর বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাঁটি ব্লকে জপমালি গ্রামে হরিমন্দির প্রাঙ্গনে দুর্লভপুর আনন্দমার্গ সুকলের পক্ষ থেকে এক তত্ত্বসভার আয়োজন করা হয়৷ তত্ত্বসভায় আনন্দমার্গ দর্শন বিষয় বক্তব্য রাখেন আচার্য পূর্ণদেবানন্দ অবধূত৷ তত্ত্বসভা শেষে একশত বিকলাঙ্গ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়৷ অনুষ্ঠানটির আয়োজন করেন দুর্লভপুর আনন্দমার্গ সুকলের অধ্যক্ষ আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জপমালি হাইসুকলের প্রধান শিক্ষক শ্রীতপন কেস৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন রতনপুর ইয়ং সোসাইটির সদস্যবৃন্দ৷