বাঁশগড়ে আনন্দমার্গের কৃষি বিভাগের প্রকল্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই এপ্রিল আনন্দনগরের কোটশিলা থানার অন্তর্গত বাঁশগড়ে আনন্দমার্গ কৃষি বিভাগের দ্বিতীয় ক্যাম্পাশের শুভউদ্বোধন উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন ও নারায়ণসেবার আয়োজন করা হয়৷

পঞ্চাশ একর জমির উপর এই প্রকল্পটি গড়ে উঠেছে৷ সম্পূর্ণ জমিটি প্রাচীর ব্যষ্টিত৷ এখানে তিন একর জমিতে মাল্টানেবুর চাষ করা হয়েছে৷ পরীক্ষামূলকভাবে আপেল গাছ লাগানো হয়েছে৷ আপেল গাছে ফুল ও ফল এসেছে৷ ড্রাগন, লিচু মিল্কফ্রুট, এপ্রিকট, রামবুটান ইত্যাদি ফলের গাছ পরীক্ষা মূলক হিসাবে লাগানো হয়েছে৷