বারাসাতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রতি বছরের মতো এবছরেও গত ২৭শে নভেম্বর বারাসাত ১২নং রেল গেটের শ্রীগুরু বস্ত্রালয়ের বিপরীতে এক মনোজ্ঞ নান্দনিক সন্ধ্যার আয়োজন করে আনন্দমার্গ স্কুল বারাসাত শাখা৷ মহিলা দ্বারা পরিচালিত এই কিন্ডার গার্টেন স্কুলটির ছাত্র-ছাত্রা ছোট্ট ছোট্ট খুদে শিশুদের নিয়েই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে৷ নাচ, গান,আবৃত্তি সবকিছুতেই ছোট্ট শিশু শিল্পীরা দারুণভাবে অংশগ্রহণ করে৷ এদিন অনুষ্ঠানের অতিতিবৃন্দদের মধ্যে ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, মহিলা বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্যা অবধূতিকা আনন্দভীষা আচার্যা, উত্তর ২৪ পরগণা জেলার জেনারেল ভুক্তিপ্রধান সন্তোষ কুমার বিশ্বাস, প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের ভুক্তিপ্রধান মিন্টু বিশ্বাস, বারাসাত থানার আধিকারিক সুমন সরকার, বিশিষ্ট আনন্দমার্গী মোহন অধিকারী, স্বপন কুমার দাশ, ডায়োসিস সেক্রেটারী আচার্য শম্ভূসুন্দরানন্দ অবধূত, বারাসাত আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল অবধূতিকা আনন্দপ্রীতিসুধা আচার্যা৷ আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থা ও সমাজ সংস্কারে আনন্দমার্গের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা বিশিষ্ট প্রাউটিষ্ট তপোময় বিশ্বাস প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সাহায্য করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিতা দাশ ও আনন্দমার্গ স্কুলের শিক্ষকাবৃন্দ৷