বারাসাতে গার্লস প্রাউটিষ্টের  মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে জুলাই উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত শহরে গার্লস প্রাউটিষ্টের একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ এই দিন অপরাহ্ণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে গার্লস প্রাউটিষ্টের সদস্যরা বারাসাত চাঁপাডালির মোড়ে এসে সমবেত হন৷ সেখান থেকে তারা মিছিল করে  ডি.এম অফিসে পৌঁছে বিভিন্ন দাবী সম্বলিত  একটি স্মারকপত্র  ডি এমের  হাতে তুলে দেয়৷ দাবীগুলির মধ্যে অন্যতম ছিল নারীকে আর্থিকভাবে স্বনির্ভর করার প্রকল্প সরকারকে নিতে হবে৷ নারী নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে ইত্যাদি৷ স্মারক প্রদানে উপস্থিত ছিলেন বধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা,অবধূতিকা আনন্দরূপাতীতা আচার্যা,অবধূতিকা আনন্দ চিত্তব্রতা আচার্যা, বীথিকা বিশ্বাস প্রমুখ৷ এরপর মিছিলটি বারাসাত স্টেশনের সামনে এসে মিছিলটি জমায়েত  হয়৷ সেখানে একটি সভায় বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা ও অন্যান্য নেতৃবৃন্দ৷ বিভিন্ন  বক্তা বলেন প্রাউটের পথে সদ্‌বিপ্রের নেতৃত্বে নূতন সমাজ ঘটিত হলে তবেই সমাজ থেকে শোষণ ও দুর্নীতি মুছে যাবে৷ সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন অবধূতিকা আনন্দরেখা আচার্যা৷