বারাসাতে প্রাউটের আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হ’ল ‘প্রাউটের আলোচনা সভা’৷ এটির আয়োজন করেছিলেন ‘প্রাউটিষ্ট ইউনিবার্সাল, বারাসাত শাখা৷’ এই আলোচনা সভায় আলোচনা করেন ড: অমিতা মজুমদার (ভারপ্রাপ্ত অধ্যক্ষা, মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ), ড: সুস্মিতা চ্যাটার্জী (সহকারী অধ্যাপিকা, অর্থনীতি বিভাগ, মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ), শ্রীমতি কাকলি সরকার (প্রধান শিক্ষিকা, মাসুন্দা গার্লস হাইস্কুল), আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, (এডিটর, নোতুন পৃথিবী) ও শ্রী তপোময় বিশ্বাস, বিশিষ্ট প্রাউটিষ্ট৷ এঁরা প্রাউটের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন ও মন্তব্য করেন যে আজকের এই সামাজিক-মানবিক অবক্ষয়ের যুগে ও মানুষের অতি ধনী-অতি গরীবের পরিস্থিতিতে ‘প্রাউট’-ই একমাত্র সমাধান৷ প্রাউট সমস্ত অসুখের মকরধবজ৷ সমাজের সমস্ত সমস্যা সমাধানের একমাত্র দর্শন৷ সম্মানীয় বক্তাগণেরা আরও জানান যে প্রাউটের চমৎকারিত্ব হচ্ছে যে প্রাউট দর্শন প্রণেতা মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার অর্থনীতির সাধারণ দুটি বিভাগ (সাধারণ অর্থনীতি ও বাণিজ্যিক অর্থনীতি) ছাড়াও গণ অর্থনীতি ও মানস অর্থনীতি* নামে অতিরিক্ত দুটি বিভাগ যোগ করেছেন যা কি-না যুগান্তকারী ও বৈপ্লবিক হিসাবে বর্তমানের অর্থনীতিবিদরা স্বীকার করেছেন৷ এছাড়া ক্রয় ক্ষমতা, ব্লক ভিত্তিক পরিকল্পনা, সুসন্তুলিত অর্থনীতি, অর্থনীতির বিকেন্দ্রীয় করণ, মানুষের নৈতিক মান, মিশ্র চাষ, জল সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বিষদভাবে তাঁর পুস্তকে লিপিবদ্ধ করিয়েছেন৷

শিক্ষা বিষয়ে শ্রীসরকারের যে অভিমত তা ব্যক্ত করেছেন শ্রীমতি কাকলি সরকার মহাশয়া৷ এখনকার এই বানিজ্যিক শিক্ষার সঙ্গে প্রাউটের শিক্ষার যে পার্থক্য তা তিনি বুঝিয়েছেন৷ আলোচনা সভার সভাপতি আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত দাদা সকল বক্তার বক্তব্যের প্রশংসা করেছেন ও সকলকে প্রাউট আরও পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে আহবান করেছেন৷

ট্রেন সার্ভিসের গোলযোগের পরেও এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকল শোতৃবর্গকে ও সম্মানীয় অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপণ করেন ও সকলকে প্রাউটের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানব গড়ার আহ্বান জানান শ্রী সন্তোষকুমার বিশ্বাস৷