বারাসাতের সুভাষ ইনস্ট্রিউটে সেমিনার

সংবাদদাতা
গোবিন্দ বিশ্বাস
সময়

মরিচঝাঁপি অনুসন্ধান কমিটির আহ্বানে গত ৪/২/২০২৪ সনে উত্তর ২৪ জেলার বারাসাতের সুভাষ ইনস্টিউট হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ মরিচঝাঁপির শরণার্থী তথা উদ্বাস্তুদের গণহত্যার নায়কদের বিচার করা দরকার৷ মরিচঝাঁপির মানুষদের আসল ঘরবাড়ি ছিল৷ বাংলাদেশে৷ এই কথা বলেন সেমিনারে মরিচঝাঁপি অনুসন্ধান কমিটির সাধারণ সম্পাদক ডাঃ জগদীশচন্দ্র হালদার৷ অগণিত ব্যষ্টি ধৈর্য্য সহকারে মরিঝাঁপি অনুসন্ধান কমিটির বক্তব্য শোনেন শান্তিপূর্ণভাবে৷