বার্লিন সেক্টরে ‘আন্তর্র্জতিক যোগদিবস’ পালিত হল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

‘আনন্দমার্গ প্রচারক সংঘ’ বার্লিন সেক্টর, জার্র্মনীর উদ্যোগে স্থানীয় ভিক্টোরিয়া পার্কে মহা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক যোগদিবস পালিত হল৷

শুরুতেই বিশ্ববন্দিত মহান দার্শনিক ও সঙ্গীতগুরু শ্রী প্রভাতরঞ্জন সরকার যিনি মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তি নামে সমধিক পরিচিত তাঁরই রচিত ও সুরারোপিত ৫০১৮টি প্রভাতসঙ্গীত সম্ভার থেকে নির্বাচিত কয়েকটি সঙ্গীত সমবেতভাবে পরিবেশিত হয়৷ মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ মিলিত কীর্তন, মিলিত সাধনা, গুরুপূজার পরে উপস্থিত সকলে যোগব্যায়ামে অংশগ্রহণ করেন৷ আনন্দমার্গের  যোগসাধনা বিষয়ের ওপর মূল্যবান বক্তব্য রাখেন আনন্দমার্গের বার্লিন সেক্টরের সেক্টোরিয়াল সেক্রেটারী আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত৷

উপস্থিত সবাইকে সুস্বাদু নিরামিশ আহারে আপ্যায়িত করেন দিদি মালতি, ইনি ব্যষ্টিগতভাবে ‘আনন্দমার্গ দর্শন’ ও ‘সাধনা’ সম্পর্কে মূল্যবান আলোচনায় অংশগ্রহন করেন৷ উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে  থেকে অনেকেই সাধনা শেখেন৷ অনুষ্ঠানে উপস্থিত সকলেই আনন্দমার্গের কর্মধারার ভূয়শী প্রশংসা করেন৷বার্লিন সেক্টরের সেক্টোরিয়াল সেক্রেটারী আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত বলেন- এখানে ছাড়াও বার্লিন সেক্টরের ভেরেনা  ও ইটালী শহরে  বিপূল উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক যোগদিবস পালিত হয়েছে৷

তিনি বলেন, কোভিড-১৯-এর লকডাউন এর কারণে ৯ই মার্চ  ২০২০ থেকে বার্লিন সেক্টরের বিভিন্ন স্থানেও অনলাইনে নিয়মিত যোগসাধনা,আনন্দমার্গ দর্শনের ওপর আলোচনা, সাপ্তাহিক ধর্মচক্র হয়েই চলেছে৷