বার্মিজ পাইথনের পেট কেটে বেরোল ৫ ফুটের কুমির

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পাইথনের পেটের ভিতরটা অনেকটা ফোলা মতো দেখেন ফ্লরিডার পার্কের কর্মীরা৷ বিশাল কিছু খাওয়ার ফলে নড়াচড়া করতে পারছিল না সেটি৷ পাইথনটি কি খেয়েছে তা দেখতে কৌতুহলী হয়ে পড়েন কয়েকজন৷ সেটিকে ধরে নিয়ে এসে পেট চিরতেই বেরিয়ে আসে ৫ ফুটের একটি কুমির! প্রায় ১৮ ফুটের পাইথন সাপটি একটি ৫ ফুটের কুমিরকে গিলে ফেলেছিল৷ এটি একটি বার্মিজ পাইথন৷ এক একটি বামিজ পাইথন ২০ ফুটেরও বেশি বড় হয়৷ ফ্লরিডার এভারগ্লেডসে পাইথনের সংখ্যা বিপুল সংখ্যায় বিপুল সংখ্যায় বেড়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে হামেশাই পাইথন লোকালয়ে ঢুকে পড়ছে৷ এভারগ্লেডসে বার্মিজ পাইথনের সংখ্যা এক লক্ষ্যেরও বেশি৷ ফ্লরিডায় এক সময় পোষ্য হিসাবে নিয়ে আসা হয়েছিল বার্মিজ পাইথন৷ কিন্তু সত্তরের দশকে সেগুলি জঙ্গলে ছেড়ে দিতে শুরু করেন বাসিন্দারা৷ তারপর থেকেই এই পাইথনের সংখ্যা হু হু করে  বেড়েছে৷ আর এখন সেই পাইথনই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে