মেসি কি বার্সেলোনাতে ফিরবে৷ সেই সম্ভাবনা আবার জোরালো হল৷ স্পেনের ক্লাবটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর মেসির বাবা জর্জ জানিয়েছেন, বার্সেলোনার সঙ্গে কথাবার্র্ত চলছে৷ তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি৷ মেসির ইচ্ছা বার্সেলোনাতেই ফেরার৷ আর্থিক সমস্যাই মূল বাধা৷ তাঁর সামনে সৌদি আরবের আল হিলালের মোটা আর্থিক প্রস্তাব রয়েছে৷ শনিবারই প্যারিসের হয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি৷ ক্লাবকে বিদায় জানিয়েছেন ম্যাচ হেরেই৷ দর্শকদের ব্যঙ্গের শিকার হতে হয়েছে৷ তার পরেই বার্সেলোনা কর্তাদের সঙ্গে বৈঠক করে জর্জ৷ গত সোমবার বৈঠক হয় দু’পক্ষের৷ কিন্তু মেসিকে নেওয়ার জন্যে কোন আর্থিক প্রস্তাব দিতে পারেনি বার্সেলোনা৷ স্প্যানিশ লিগের আর্থিক খরচের নিয়য়মই তাদের সমস্যায় ফেলেছে৷ বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার বাড়িতে বৈঠক করেন জর্জ৷ তার পরে সাংবাদিকদের বলেছেন, ‘‘লিয়ো বার্সেলোনাতে ফিরতে চায়৷ আমারও ভাল লাগবে ও বার্সেলোনায় ফিরলে৷ আমরা আত্মবিশ্বাসী৷ বার্সেলোনা একটা বিকল্প তো বটেই৷ কিন্তু মেসির ভবিষ্যৎ কয়েক দিন পরেই জানা যাবে৷’’
বার্সেলোনার কোচ জাভিও চান মেসিকে পেতে৷ সেক্ষেত্রে এক সময়ের সতীর্থের অধীনে খেলতে হবে বিশ্বকাপজয়ীকে৷ মেসির তাতে কোনও অসুবিধা নেই৷ কারণ জাভির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল৷ কিন্তু যতক্ষণ না চুক্তি হচ্ছে, ততক্ষণ একটু সাবধানী থাকছেন সমর্থকরা৷