সাম্প্রতিককালে বার্সেলোনায় আদৌ কি মেসি সুখে আছেন তা নিয়ে প্রশ্ণ উঠছে বার বার! একটি সংবাদপত্রে মেসি বলেন--- ‘‘অনেক বিষয়ে নানান মতের অমিল ঘটছে ব্যাপারটা এবার শেষ করতে চাই৷ ঐক্যবদ্ধ হতে হবে৷ ক্লাবের সেরাটা কিন্তু এখনও আসেনি৷’’ পরে মেসি আরও সংবাদমাধ্যমকে জানিয়েছেন---‘‘যদি ভুল করে থাকি, তা হলে তার দায়ও নিচ্ছি৷ সবই ঘটেছে বার্সেলোনাকে আরও শক্তিশালী করে তোলার ইচ্ছা থেকে৷ ক্লাবের সদস্য ও ভক্তদের একটা কথা বলতে চেয়েছিলাম, যদি সেই কথায় কারও খারাপ লাগে , তাহলে বলব যে ক্লাবের ভালোর জন্যই সে সব বলেছিলাম ৷’’
এই বক্তব্যের জেরে ক্রীড়াপ্রতিনিধিরা প্রশ্ণ ছঁুড়ে দিয়েছেন রোনাল্ড কোমানের কাছে৷ তাঁরা বলেছেন ‘মেসি আদৌ সুখে আছে তো বার্সেলোনা তে!’ এর প্রত্যুত্তরে কোমান জানিয়েছেন--- ‘মেসির সুখ আমার হাতে নেই৷ ম্যানেজার হিসেবে আমার দায়িত্ব এমন দল গড়ব যাতে দলের একটা গৌরবজ্জ্বল ভবিষ্যতের সৃষ্টি হবে৷ যে দল নিজের সেরাটা দিতে পারবে৷ মেসি ঠিক কি বলতে চেয়েছে বা বলেছে আমি জানিনা কিন্তু অধিনায়ক দলকে ঐক্যবদ্ধ হওয়ারই বার্র্ত দেবে এটাই নিয়ম ও এটাই উচিত আমার মতে৷’’