বার্ষিক নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ জানুয়ারি ২০২৫, কল্যাণপুর নিবাসী শ্রীনগেন মাহাতো ও শ্রীমতী শিখা মাহাতোর বাসভবনে দ্বিতীয় বার্ষিকী অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়৷ শিক্ষক শ্রীপিন্দ্র মাহাতোর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ছয় ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীর্তন, সমবেত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দরিদ্র ও অসহায়দের মধ্যে নারায়ণ সেবার মাধ্যমে খাদ্য বিতরণ৷ এই আয়োজন আধ্যাত্মিক চেতনাকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজসেবার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে৷