বাসমতী নয়, এমন চাল ভারত রফতানি করবে না বিদেশে - চাল সংকটে প্রবাসী ভারতীয়রা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বাসমতী নয় এমন চাল রফতানি করবে না ভারত এই সমস্যার কারণে খুব অসুবিধায় পড়েছে বহু দেশ৷ তবে সব থেকে বেশি বিপদে পড়েছে বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়রা৷ বিশ্ববাজারে চাল রফতানি করা দেশগুলির মধ্যে অন্যতম প্রধান দেশ ভারত৷ তাই গত সপ্তাহে সরকারের এই ঘোষনার পর বিভিন্ন দেশে হইচই পড়ে গিয়েছে৷ আগে থেকে মজুত থাকা চালের দাম বেড়েছে বিভিন্ন দেশে৷ সেই চাল কিনতে রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দিয়েছে৷ উদ্বেগ ছড়িয়েছে প্রবাসী ভারতীয়দের মধ্যেও৷ আমেরিকার বিভিন্ন স্টোরে মজুত থাকা চাল কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ সেই আবহেই প্রকাশ্যে এল আমেরিকার টেক্সাসের ডালাস শহরের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে প্রবাসী ভারতীয়রা চাল কেনার জন্য হুলস্থূল করছে, রীতি টানা হিঁচড়া করে চাল সংগ্রহ চলছে বিদেশে৷

 ওয়াশিংটনে বসবাসকারী ভারতীয় প্রবাসী জানান--- ‘সকাল ৯টা থেকে চাল কেনার জন্য বেরিয়েছিলাম৷ ১০টায় দোকান ঘুরেছি৷ বিকাল ৪টে অবধি চাল কেনার সেই যুদ্ধ চলে৷ শেষ পর্যন্ত স্বাভাবিকের থেকে তিনগুণ দামে একটি চালের ব্যাগ ক্রয় করেছি৷

মূল্যবৃদ্ধির জেড়ে ভারতেও চালের দাম দিনের দিন বেড়েই চলেছে৷ তাই দেশবাসীকে যাতে বেশি দামে চাল কিনে খেতে না হয়, তার জন্যই বাসমতী নয়, এমন চাল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ভারতে৷ এছাড়া ভারতীয় ক্রেতাদের কাছে সব রকম চাল যাতে মজুত থাকে তার দিকেও বিশেষ নজর দিয়েছে ভারতীয় সরকার৷