বছর শেষে শুরু হতে চলেছে - ভারত বনাম অষ্ট্রেলিয়ার টেস্টসিরিজ

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

বছরের শেষে নভেম্বর ডিসেম্বরে  অষ্ট্রেলিয়ায় যাচ্ছে ভারত ২০২০ কুড়ির একেবারে শেষের দিকে শুরু হতে চলেছে ভারত বনাম অষ্ট্রেলিয়ার টেস্ট সিরিজ সেই খেলা নিয়ে এখন থেকেই ক্রীড়ামহলে যথেষ্ট উত্তাপ বাড়তে শুরু করেছে
বিভিন্ন ক্রীড়াবিদরা মনে করছেন, অষ্ট্রেলিয়ার ব্যাটিংকে চাপে রাখতে ভারতের প্রয়োজন বোলিং আক্রমণ, ভারতের যা বোলিং দক্ষতা আছে  তা দিয়ে অষ্ট্রেলিয়াকে চাপে ফেলা যাবে 
এ বিষয়ে গম্ভীর জানিয়েছেন --- স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ফিরে আসাতে অষ্ট্রেলিয়া এখন খুবই শক্তিশালী হয়ে উঠেছে ব্যাটিং এ  কিন্তু তা সত্ত্বেও  বিরাট কোহলির হাতে যা বোলিং অস্ত্র আছে  তা দিয়ে অষ্ট্রেলিয়ার ব্যাটিং কে ধরাশায়ী করা সম্ভব অষ্ট্রেলিয়ার ব্যাটিংকে সমস্যায় ফেলে দেওয়ার ক্ষমতা রাখে ভারতীয় বোলাররা  তবে এটাও ঠিক আগের বারের থেকে এবারের চ্যালেঞ্জটা একটু অন্যরকমের হবে
তিনি আরও জানান---সিরিজে আমাদের দাপট বজায় রাখতে বিরাটকে অবশ্যই জ্বলে উঠতে হবে পাশাপাশি বোলারদেরও উইকেট নিতে হবে কারণ, বোলাররাই  পারে টেস্ট ম্যাচ জেতাতে
গত বার অষ্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত কিন্তু সেবারে স্মিথ নির্বাসনে থাকায় খেলতে পারেনি এবার দুজনেই থাকছেন দলে তাই কোহলিকে এবারে শক্ত চ্যালেঞ্জটাকেও  গ্রহণ করে খেলতে হবে, এছাড়া এবারে ভারতীয় ব্যাটিংয়ে রোহিতেরও  বিশাল দায়িত্ব থাকবে তিনিই হতে পারেন ভারতের আর একটি  বড় অস্ত্র তাই এবার শুধু অপেক্ষা নভেম্বরের আশা করব  ভারত এবারও টেস্টে সফল হবে