সংবাদদাতা
প্রভাত খাঁ
সময়
তোমার এ শূন্যগৃহে তোমারেই স্মরিতে
সবাই এসেছে হেথা শুধু তুমি নাই!
সংসারের সব কর্ম সাঙ্গ করি’
বিশ্রাম নিয়েছো বন্ধু পরলোকে ঠাঁই৷
তোমার ত্যাগ, নিষ্ঠা, ধৈর্য, সততা
সকলকে শিক্ষা দিয়ে গেছে প্রতিদিন৷
চরম সঙ্কট কালে মার্গের পাশে
ছিলে দুর্জয় প্রাচীর সম হয়ে ভয়হীন৷
ভক্তিমতী গায়কী সুযোগ্যা পত্নী কবি কল্যাণী
আলোকিত করেছিল গৃহাশ্রম তব হয়ে সার্থক ঘরণী৷
বরণীয় হয়ে রবে মার্গীয় সমাজে সার্থক
গৃহী রূপে একদিন হয়তো বা স্মরিবে ধরণী৷
প্রার্থনা জানাই বন্ধু, তোমার বিদেহী আত্মা
মিশে যাক শ্রীচরণ পদ্মে---পরমাত্মায়৷
চাতরা, ৩১/৩/২০১৯