বদলে যেতে পারে আই লিগের ফরম্যাট!

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

করোনা বাইরাসের জেরে চিনের সুপার লিগের ধাঁচে আই লিগেও অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করে  খেলানো হবে তার পরে হবে নক-আউট পর্ব দুটি গ্রুপের এক ও দুই নম্বর দলকে নিয়ে হবে সেমিফাইনাল তার পর ফাইনাল যারা জিতবে ফাইনালে তারাই লিল চ্যাম্পিয়ন ১৪ই আগষ্ট, সর্বভারতীয়  ফুটবল ফেডারেশনের আই লিগ কমিটির সভাতেই হয়তো এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে কোভিডের কারণে কমিটির সদস্যেরা ভিডিয়ো কনফারেন্সেই সভা করবেন।

কলকাতায় আই লিগের সব ম্যাচ হওয়ার কথা এ বার যুবভারতী ছাড়াও খেলা হওয়ার কথা কল্যাণী ও বারাসাত স্টেডিয়ামে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে মেয়েদের অনূধর্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ভারতে যুবভারতীতে ম্যাচ রয়েছে সেক্ষেত্রে  জানুয়ারি মাস থেকে  এই মাঠ পাওয়া যাবে না আই লিগের জন্য যা দুশ্চিন্তা বাড়ছে ফেডারেশন কর্তাদের এছাড়াও শুক্রবার আলোচনা হবে, মারণ ভাইরাসের  সংক্রমণ রুখতে এএফসির নির্দেশ অনুযায়ী  কী ভাবে সুরক্ষা বলয় তৈরি  করা হবে, তা নিয়ে  করোনা অতিমারির জেরে সংক্ষিপ্ত হতে পারে ভারতের ফুটবল মরসুমও  তাই বলা হচ্ছে যে বদলেও যেতে পারে আই লিগের ফরম্যাটও।