সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২৬শে জানুয়ারি, ২০২৫--- প্রতিবছরের ন্যায় এবারও বড়মেট্যালা আনন্দমার্গ আশ্রমে বাৎসরিক তিন ঘণ্টার অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নাম-সংকীর্তন, ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণ সেবার বিশেষ আয়োজন করা হয়৷ এ দিন আধ্যাত্মিক চেতনা ও মানব সেবার অনুপ্রেরণায় ভরপুর অনুষ্ঠানটি সকলের মধ্যে এক নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করে৷