বেগুসরাইতে আনন্দমার্গের প্রচার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিহারের বেগুসরাই ভুক্তির বারুইনি ব্লকে আনন্দমার্গের দর্শন ও আদর্শের প্রচার করা হয় গত ১৫,১৬,১৭ই ফেব্রুয়ারী৷ বর্তমান বিশ্বে সামাজিক-অর্থনৈতিক বৈষম্য ও  ধর্মের নামে ব্যভিচার সামাজিক পরিবেশকে বিষিয়ে তুলেছে৷ অর্থনৈতিক দুর্দশা, জাত-পাতের বিভেদ, সাম্প্রদায়িক বিদ্বেষে জর্জরিত সমাজ৷ এই অবস্থায় আনন্দমার্গের আধ্যাত্মিক ও সামাজিক-অর্থনৈতিক দর্শনই সমাজকে রক্ষা করতে পারে৷

আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির ধর্মপ্রচার সচিব আচার্য বীতমোহানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ গুণময়া আচার্যাসহ স্থানীয় ভাইবোনেদের উদ্যোগে বিভিন্ন গ্রামে আনন্দমার্গ দর্শনের প্রচার করা হয়৷ তিন দিনের ওই প্রচারে যোগ সাধনার প্রয়োজন ও অন্যান্য সামাজিক সমস্যার সমাধানের পথ বিষয়ে আলোচনা হয় বিভিন্ন তত্ত্বসভায়৷ এছাড়া কীর্ত্তন প্রভাত সঙ্গীত পরিবেশিত হয় অনুষ্ঠান গুলিতে৷ এই প্রচারে অনুপ্রাণিত হয় বহু মানুষ যোগসাধনা শিখতে আনন্দমার্গে যোগদেন৷

গত ১৪ ও ১৫ই ফেব্রুয়ারী বিহারের সকল ভুক্তির জাডিয়া  ইয়ূনিটে ২৪ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় নামকরণ অনুষ্ঠান উপলক্ষ্যে৷