সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গত ১৪ই মার্চ সংসদে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পেশ করা তথ্যে দেখা যাচ্ছে ২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত দেশে বেকারত্বের জ্বালায় আত্মহত্যার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ শ্রমমন্ত্রকের পেশকরা তথ্য অনুযায়ী---২০১৬ সালে ২২৯৮ জন,২০১৭ সালে২৪০৪ জন, ২০১৮ সালে ২৭৪১,২০১৯ সালে ২৮৫১ জন ও ২০২০ সালে ৩৫৪৮ জন আত্মহত্যা করেছে বেকারত্বের জ্বালায়৷ আত্মহত্যার এই পরিসংখ্যানে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলিই এগিয়ে আছে৷ ২০২০ সালে অসমে২৩৪, গুজরাটে ২২৯ ও উত্তর প্রদেশে ২২৭টি আত্মহত্যার ঘটনা ঘটে৷ তবে সবার উপরে আছে বিজেপি শাসিত কর্ণাটক রাজ্য৷ ২০২০ সালে বেকারত্বের কারণে কর্ণাটকে আত্মহত্যা করে ৭২০ জন৷ তুলনামূলকভাবে পশ্চিবঙ্গের অবস্থা অনেকটা ভালো৷